সৌরভ নন! আইপিএলে দিল্লির কোচ হিসাবে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী

ডিরেক্টর অফ ক্রিকেট পদে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়কে সেই দায়িত্ব দেওয়া হতে পারে। তবে অন্য মতও রয়েছে। এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যুবরাজ সিংহকে কোচ করার কথা ভাবছে দিল্লি ক্যাপিটালস।

রিকি পন্টিংকে সরিয়ে দেওয়া পর এখনও কোচ হিসাবে কারও নাম ঘোষণা করেনি দিল্লি ক্যাপিটালস। অনেকে মনে করছেন ডিরেক্টর অফ ক্রিকেট পদে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়কে সেই দায়িত্ব দেওয়া হতে পারে। তবে অন্য মতও রয়েছে। এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যুবরাজ সিংহকে কোচ করার কথা ভাবছে দিল্লি ক্যাপিটালস।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য যুবরাজ। বিধ্বংসী ব্যাটার হিসাবে পরিচিত ছিলেন তিনি। বল হাতেও ছিলেন যথেষ্ট কার্যকরী। ২০১১ সালে ভারতের এক দিনের বিশ্বকাপের জয়ের নেপথ্যেও ছিলেন যুবরাজ। শোনা যাচ্ছে তাঁকে কোচ করার ভাবনায় দিল্লি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কিছু দিন আগে শোনা গিয়েছিল গুজরাত টাইটান্সের কোচ হতে পারেন যুবরাজ। আশিস নেহরার জায়গায় তাঁকে দায়িত্ব দেওয়া হবে বলে মনে করছিলেন অনেকে। তবে পরে জানা যায় নেহরা নয়, গুজরাত এখন গ্যারি কার্স্টেনের বদলি খুঁজছে। কারণ তিনি পাকিস্তানের দায়িত্ব নিয়েছেন। সেই জায়গায় কোনও ভারতীয়কেই দায়িত্ব দেওয়ার ভাবনা রয়েছে গুজরাতের।

Add comment

Your email address will not be published. Required fields are marked *

Welcome to