তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সময় দিতে হবে সিবিআই-কে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই: দেব

দেব বলেন, “আমরা চাই দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক। শুধু তাই নয় যারা দোষীদের আড়াল করবার চেষ্টা করছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”

আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার মৃত্যুর পর পেরিয়ে গিয়েছে পনেরোটি দিন। ধরা পড়েছে এক অভিযুক্ত। কিন্তু তারপরও তদন্তে তেমন অগ্রগতি হয়েছে বলে মনে করছে না শহর কলকাতা। এ ক’দিন দফায় দফায় রাজপথে নেমেছে মানুষ। রাজনীতিবিদ থেকে সাধারণ স্কুল পড়ুয়া ছাত্র সমাজও মিছিল করেছে কলকাতার রাস্তায়। মোটামুটি সকলেই মনে করছেন তদন্তে যত দেরি হবে বিচারে তত সমস্যা হবে। আশঙ্কা প্রকাশ করছেন, ন্যায় বিচার পেতে অসুবিধা হবে নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার পরিবারের।

ঘটনার সময় ছুটি কাটাতে বিদেশে গিয়েছিলেন তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব। সেখান থেকে প্রাথমিক প্রতিক্রিয়া জানালেও প্রতিবাদে তেমন ভাবে যোগ দিতে দেখা যায়নি তাঁকে। শনিবার সন্ধ্যায় টালিগঞ্জে আর্টিস্ট ফোরামের প্রতিবাদ সমাবেশে যোগ দিলেন দেব। তিনি অবশ্য দাবি করলেন, তদন্তের স্বার্থে যতটা সময় দেওয়া প্রয়োজন ততটুকু দিতেই হবে। দেব বলেন, “তদন্তের ভার রয়েছে ভারতবর্ষের সেরা সংস্থার হাতে। সিবিআই-এর উপর ভরসা আমাদের করতেই হবে। কলকাতা পুলিশের হাতে এক সময় তদন্তের দায়িত্ব ছিল কিন্তু তারা দু’দিনের বেশি সময় পায়নি। এখন সিবিআইকে প্রয়োজনীয় সময়টুকু দিতেই হবে।”

Add comment

Your email address will not be published. Required fields are marked *

Welcome to