নীতি আয়োগের বৈঠক : মমতার অভিযোগ অসত্য, দাবি অর্থমন্ত্রীর

টিভি ১০ নিউজ ডেস্ক : নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তা বিভ্রান্তিকর ও অসত্য। কেন্দ্রীয় সরকারের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই দাবি করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। তারপর এবিষয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও। তিনিও মমতার বিরুদ্ধে অসত্য বক্তব্যের অভিযোগ তুলেছেন। একইসঙ্গে প্রদেশ কংগ্রেস নেতা অধীরঞ্জন চৌধুরীও মমতার বিরুদ্ধে একই ইস্যুতে অসত্য বক্তব্য পেশের অভিযোগ তুলেছেন।

মুখ্যমন্ত্রীর অভিযোগের ১ ঘন্টার মধ্যেই পিআইবির তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ওপর ‘বিভ্রান্তিকর’ লিখে স্টাম্প মেরে দেওয়া হয়েছে। সঙ্গে লেখা হয়েছে, ‘নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। পিআইবি এই দাবির সত্যতা খতিয়ে দেখেছে। পিআইবি-র এই অভিযোগ  বিভ্রান্তিকর। ঘড়িতে দেখানো হয়েছিল যে তাঁর জন্য নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে। তার পরও তাঁর বক্তব্য থামাতে কোনও বেল বাজানো হয়নি।’

মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলছেন বলে দাবি করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে নীতি আয়োগের বৈঠকে যোগদান করতে এসেছিলেন। তিনি যখন বলছিলেন আমরা শুনছিলাম। প্রত্যেক মুখ্যমন্ত্রীর জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ ছিল। সেটা প্রত্যেক টেবিলের সামনে থাকা স্ক্রিনে দেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেছেন যে তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা সম্পূর্ণ অসত্য।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘এই বৈঠকের আয়োজক ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কোনও মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার সময় শেষ হয়ে এলে রাজনাথজি নিজের মাইক্রোফোনে একবার টোকা দিয়ে তাঁকে সতর্ক করছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন জানলেন যে তাঁর সময় শেষ হয়ে এসেছে তিনি অতিরিক্ত সময় বলার জন্য সময় চাইতে পারতেন। তিনি যতক্ষণ খুশি বলতে পারতেন। অনেক মুখ্যমন্ত্রীই বাড়তি সময় চেয়েছেন। কিন্তু বৈঠক থেকে পালাতে তিনি সেটাকে হাতিয়ার করলেন। তার পর তিনি যে ভাবে মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি আশা করব অসত্য ভাষ্য তৈরি না করে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিটা স্বীকার করবেন।’
অর্থমন্ত্রীর পথে হেঁটে মমতাকে সোজাসুজি আক্রমণ করে  অধীররঞ্জন চৌধুরী বলেন,’ উনি আগে থেকে স্ক্রিপ্ট ঠিক করে রেখেছিলেন , কখন কি করবেন’।

Add comment

Your email address will not be published. Required fields are marked *

Welcome to