টিভি ১০ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে থাকতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নরেন্দ্র মোদির কথা অমান্য করতে পারেন না। মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিয়ে শুক্রবার কটাক্ষ করেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলা ভাগের ব্যাপারে উনি প্রতিবাদ জানাবেন। তবে উনি যখন যাবেন বলেছিলেন তখন তো বাংলা ভাগের প্রসঙ্গই ওঠেনি। বাকি অবিজেপি মুখ্যমন্ত্রীরা যেখানে বাজেট বঞ্চনার প্রতিবাদে বয়কট করছেন নীতি আয়োগের বৈঠক। সেখানে উনি প্রতিবাদ করার জন্য বৈঠকে অংশ নিচ্ছেন। মুখ্যমন্ত্রী গত কয়েকদিন একটু জল মাপছিলেন। এখন বুঝেছেন যে এই সময়ে মোদীজির পাশে থাকা ভালো। অন্যদিকে বাংলা ভাগ যে সিপিআইএম সমর্থন করে না তাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সুজন বাবু।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি দিল্লি যাচ্ছেন নীতি আয়োগের বৈঠক মঞ্চকে প্রতিবাদের মঞ্চ হিসাবে ব্যবহার করার জন্য।
Add comment